অধ্যক্ষের বাণী

 

অধ্যক্ষের বাণী

ফুলবাড়ীয়া কলেজের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীতে কেউ প্রতিভা নিয়ে জন্মায় না, প্রতিভা বিকশিত হয় অবিরাম অধ্যবসায় এবং সাধনার মাধ্যমে। আর এ কাজে যোগ্যতম সহযোগী হিসেবে কাজ করেন একটি প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষকমন্ডলী; বিরামহীনভাবে সহযোগী হয়ে ওঠেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আর প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ের দিক নির্দেশকের ভূমিকায় থাকেন গভর্নিং বডির সম্মানিত সভাপতির নেতৃত্বে  বিজ্ঞ সদস্যমন্ডলী। সকলের ঐকান্তিক প্রয়াসে একটি শিক্ষা প্রতিষ্ঠান পৌঁছায় তার কাঙ্খিত লক্ষ্যে। সকল প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ জানিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত কলেজটি এমপিওভুক্ত হয় ১৯৮০ সালে।  প্রায় তিন একর জমির উপর সবুজ চত্বরে সুউচ্চ কয়েকটি ভবন সহজেই জানান দেয় এটি ফুলবাড়ীয়ার ঐতিহ্য; শিল্প, সাহিত্য,সংস্কৃতির প্রাণকেন্দ্র কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক (সাধারণ ও বিএমটি), স্নাতক (পাস), স্নাতক (সম্মান), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি এবং বিএ/বিএসএস প্রোগ্রাম চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অত্র  প্রতিষ্ঠানে সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে যা কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত করেছে। ঐতিহ্যবাহী ফুলবাড়ীয়া কলেজে প্রতিনিয়ত লেখাপড়া চালিয়ে যাচ্ছে প্রায় ছয় হাজার  শিক্ষার্থী। কলেজের ঈর্ষণীয় সাফল্যে ফুলবাড়ীয়াবাসী প্রত্যাশা করে অচিরেই সরকার স্বত:প্রণোদিত হয়ে কলেজটিকে জাতীয়করণের আওতায় নিয়ে আসবে। জাতীয়করণ প্রত্যাশী কলেজটি নিয়মিত প্রায় প্রতি বছরই সকল পর্যায়ে শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন অব্যাহত রেখেছে। কলেজের বিএনসিসি  এবং রোভার স্কাউটের মতো চৌকস দল খুব সহজেই আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সকলের নজর কাড়ে। ফুলবাড়ীয়াবাসীর সার্বিক সহযোগীতায় কলেজটি এগিয়ে চলছে সমৃদ্ধ আগামীর পথে ।।

ড. গোপাল চন্দ্র সরদার

      অধ্যক্ষ                                                                                                                                                                                    

ফুলবাড়ীয়া কলেজ                                                                                                                                                                      মোবাইল- 01720506164

 

নোটিশ বোর্ড

ভিজিটর

  • মোট ভিজিটর : 105384
  • আজকের ভিজিটর : 5
  • বর্তমানে অনলাইনে আছে : 1